রোববার (১২ অক্টোবর) জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা করে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জামায়াত ইসলামী মেহেরপুর শাখা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী মেহেরপুর শাখা শামসুজ্জোহা পার্ক থেকে সকাল ১০টার সময় জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মিছিল নিয়ে যায়। এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচি পালনের ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়। রোববার সাপ্তাহিক ছুটির শেষে প্রথম কর্ম দিবসের কারণে সড়কে কর্মমুখী মানুষ, শিক্ষার্থী, অফিস-আদালতের কর্মজীবীদের ভোগান্তি হয়। মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় এই বাধা সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী মেহেরপুর শাখা।

আরও পড়ুন: ৫ দফা দাবিতে জামায়াতের তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা
পুলিশ প্রশাসনকে অবগত করে কর্মসূচির আহ্বান করা সত্ত্বেও ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় দুর্বলতা ও অনীহা প্রকাশকে এ যানজটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। উপায়ান্তর না দেখে নিজেদের জনবল দিয়ে যানজট নিরসনে ভূমিকা পালন করতে হয়েছে বলেও জানানো হয়। রোববার সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষিত যানজট ও অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছে জেলা জামায়াত।