মায়ের মৃত্যুর শোকে চলে গেলেন মেয়েও

৫ দিন আগে
চাঁদপুরের হাজীগঞ্জে মায়ের মৃত্যুতে শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একদিনের মাথায় মেয়ে ফজিলাতুন্নেছার (৪৬) মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের বড় মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির মৃত মো. ইউনুছ মিয়াজীর মেয়ে ছিলেন তিনি।


নিকটাত্মীয় আলমগীর হোসেন জানান, বৃদ্ধা মায়ের অসুস্থতায় সেবাশুশ্রূষার দায়িত্বে ছিলেন মেয়ে ফজিলাতুন্নেছা। তারমধ্যে মায়ের মৃত্যুতে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে বুকের ব্যথা শুরু হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন ফজিলাতুন্নেছাকে। মো. হাবিবউল্লাহ নামে আরেজন জানান, মা ও মেয়ের মধ্যে অনেক সখ্যতা ছিল। সুখ-দুঃখ তারা দুজন ভাগাভাগি করতেন। কিন্তু মা অসুস্থ হলেও হঠাৎ করে এভাবে চলে যাবেন। তা ভাবতে পারেননি মেয়ে। তারপরই বুকের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে মারা যান মেয়ে ফজিলাতুন্নেছা।


এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে মা মোসম্মৎ শামছুন্নাহার বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন এবং এদিন সকালে তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ওই বাড়ির মৃত মো. ইউনুছ মিয়াজীর স্ত্রী।


আরও পড়ুন: মোংলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


পরিবারের সদস্যরা একদিকে বার্ধক্যজনিত রোগ আরেকদিকে শীতের তীব্রতায় বেশ কাতর হয়ে পড়েন বৃদ্ধা মোসম্মৎ শামসুন্নাহার বেগম। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।


এদিকে, একই বাড়িতে একদিনের মাথায় হঠাৎ করে মা ও মেয়ের এমন মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

]]>
সম্পূর্ণ পড়ুন