মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করেন তারেক রহমান

২ সপ্তাহ আগে
মা বেগম খালেদা জিয়ার কফিনের পাশে বসে তিলাওয়াত করেন তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ২৯ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

পোস্টে লেখা হয়েছে, ‘মায়ের কফিনের পাশে বসে তেলাওয়াত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’


রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার সকাল ৯টা ১৭ মিনিটের দিকে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়। বাসাটি তারেক রহমানের। সেখানে পরিবারের সদস্য, দলের শীর্ষ নেতা ও নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।


আরও পড়ুন: বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

]]>
সম্পূর্ণ পড়ুন