মায়ামিতে বার্সার ম্যাচ আয়োজন করতে চায় লা লিগা কর্তৃপক্ষ, আপত্তি রিয়ালের

৩ সপ্তাহ আগে
আগামী শুক্রবার (১৫ আগস্ট) মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা। তবে বার্সেলোনা চাচ্ছে, লা লিগার একটি ম্যাচ মায়ামির হার্ডরক স্টেডিয়ামে খেলতে। আর তাতেই ক্ষেপেছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তাদের মতে, এমনটা হলে সুবিধা পাবে বার্সেলোনা, এবং এর মাধ্যমে তৈরি হবে এক অগ্রহণযোগ্য নজির।

গত সোমবার (১১ আগস্ট) উয়েফার কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তাদের প্রস্তাব হলো, আগামী মৌসুমের ১৭তম সপ্তাহের ম্যাচ, যেটি হওয়ার কথা ২০ ডিসেম্বর, সেই ম্যাচটি যেন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজনের অনুমতি দেওয়া হয়। 

 

হার্ডরক স্টেডিয়ামটি হচ্ছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির হোম গ্রাউন্ড। তবে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এমন প্রস্তাবে মোটেও খুশি নয়, বরং বেজায় চটেছে ক্লাবটি। 

 

আরও পড়ুন: একে অপরকে সমীহ করেই উয়েফা সুপার কাপের লড়াইয়ে নামছে পিএসজি-টটেনহ্যাম

 

এর আগেও একবার বিদেশে ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিল লা লিগা কর্তৃপক্ষ। ২০১৮-১৯ মৌসুমে মায়ামিতে একটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। তবে ফিফা, আরএফইএফ এবং মার্কিন ফুটবল ফেডারেশনের আপত্তিতে সেই পরিকল্পনা সেবার ভেস্তে যায়। 

 

সম্প্রতি সময়ে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের অধীনে লিগের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে রিয়াল মাদ্রিদ। লা লিগার কোনো কার্যক্রমই যেন তাদের ভালো লাগছে না। যে কারণে লা লিগা ও রিয়াল মাদ্রিদের মধ্যে নানা ইস্যুতে চলছে মতবিরোধ। 

 

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ইতোমধ্যেই ফিফাকে তারা অনুরোধ করেছে যেন প্রতিযোগিতায় অংশ নেওয়া সব ক্লাবের অনুমতি ছাড়া ম্যাচটির অনুমোদন দেওয়া না হয়। জানা গেছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে তাদের অনুরোধ প্রত্যাহার করতে চাপ দিতে উয়েফাকেও অনুরোধ জানিয়েছে রিয়াল। তা ছাড়া মায়ামিতে ম্যাচ খেলার অনুমতির বিরুদ্ধে স্পেনের সুপ্রিম স্পোর্টস কাউন্সিলের সঙ্গেও যোগাযোগ করেছে রিয়াল মাদ্রিদ। 

 

আরও পড়ুন: বাজে মৌসুম কাটিয়েও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রিয়াল, ধারেকাছেও নেই বার্সা

 

বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলোকে আগে থেকে না জানিয়ে এই পদক্ষেপ নেওয়া লিগের মূল নীতি (একটি ম্যাচ নিজেদের মাঠে, অন্যটি প্রতিপক্ষের মাঠে) লঙ্ঘন করে। এতে করে টুর্নামেন্টের ভারসাম্য নষ্ট হয়, এ ছাড়া যারা এই অনুরোধ করেছে তারা অন্যায্য সুবিধা পায়।’ 

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘টুর্নামেন্টের সততা বজায় রাখতে সব ম্যাচ একই শর্তে হওয়া জরুরি। একতরফাভাবে এই নিয়ম বদল করলে সমতার নীতি ভঙ্গ করা হয়।’ 

 

তবে শুধু লা লিগা নয়, ইতালির ফুটবল ফেডারেশনও এই মৌসুমে একটি ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজন করতে চায়। আগামী ফেব্রুয়ারিতে এসি মিলান ও কোমো’র মধ্যকার ম্যাচ তারা অস্ট্রেলিয়ায় আয়োজনের পরিকল্পনা করছে, এবং এই পরিকল্পনাকে তারা সমর্থনও জানিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন