মঙ্গলবার (৬ জানুয়ারি) হরিরামপুর উপজেলার মজমপাড়া এলাকায় জেলা ভোক্তা অধিকার এই অভিযান চালিয়েছেন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় তৈরির অভিযোগে বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মানিকগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ভোরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় অভিযান চালিয়ে গুড় তৈরির চুলা, চিটাগুড় ও ৯ কেজি ভেজাল গুড়সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে এসব ধ্বংস করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে রস ছাড়াই চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরির পর বাজারজাত করে আসছিলেন কোকিল উদ্দিন নামের এক অসাধু ব্যবসায়ী। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় সেখানে কোকিল উদ্দিন ও তার স্ত্রীকে খেজুরের রস ছাড়াই গুড় তৈরি করতে দেখা যায়।এ সময় হাতেনাতে ধরা পড়েন তারা।
আরও পড়ুন: জিরায় ভেজাল করার দায়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি সময় সংবাদকে জানান, রস না থাকলেও কোকিল উদ্দিন নিয়মিতভাবে প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি করে গুড় তৈরি করে আসছিলেন। ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে এসব গুড় তৈরি করা হচ্ছিল প্রতিদিন।

৩ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·