জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি, চাঁদ দেখার ওপর নির্ভর করে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাধারণত একদিন পরে রোজা শুরু হয়। ফলে রোজা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি, ২০২৬। রমজান মাসের দৈর্ঘ্য সাধারণত ২৯ বা ৩০ দিন হয়ে থাকে। সে অনুযায়ী ঈদুল ফিতর পড়তে পারে ১৯ বা ২০ মার্চ।
রমজান শুরু হতে বাকি কতদিন?
রমজান শুরু হতে এখনো প্রায় ৯১–৯২ দিন বাকি। বাংলাদেশে রোজার দৈর্ঘ্যকত ঘণ্টা রোজা রাখতে হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ সময়টিতে দিনের দৈর্ঘ্য তুলনামূলক ছোট থাকে। তাই বাংলাদেশে রোজার সময় হবে প্রায় ১১ থেকে ১২ ঘণ্টা। ফেব্রুয়ারিতে দিন ছোট হওয়ায় রোজা তুলনামূলক সহজ মনে হলেও মার্চের দিকে সময় সামান্য বাড়বে।
এই বছর রমজান পড়বে শীতের শেষভাগ ও বসন্তের শুরুতে। ফলে রোজার সময় হালকা শীত অনুভূত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে আবহাওয়াবিদদের মতে, ২০২৬ সালের রোজা পুরোপুরি শীতপ্রধান মৌসুমে পড়ায় ভোরে সেহরির সময় এবং রাতে তারাবির পর শীত আরও বেশি অনুভূত হতে পারে।
আরও পড়ুন: সত্য কথা বলার গুরুত্ব ও ফজিলত
ইসলাম ধর্মে রোজা বা সিয়াম হলো একটি ফরজ ইবাদত, যেখানে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার, পানীয়, শারীরিক সম্পর্ক এবং নৈতিকভাবে অনুচিত সকল আচরণ থেকে বিরত থাকে। রোজা শুধু খাদ্য-পানীয় থেকে বিরত থাকার নাম নয়; বরং নিজের আচরণ, চিন্তা, দৃষ্টি ও জিহ্বাকে সংযত রাখার নাম।
রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। এই ইবাদতের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর নৈকট্য লাভ করে এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। রোজা ধৈর্য, আত্মসংযম ও নৈতিক উন্নতির পথ দেখায়। পাশাপাশি ক্ষুধা ও তৃষ্ণা অনুভবের মাধ্যমে গরিব-দুঃখীদের প্রতি সহানুভূতি ও দানের মনোভাব বৃদ্ধি করে। রমজান মাসকে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস বলা হয়, যেখানে প্রতিটি ভালো কাজের প্রতিদান বহু গুণ বৃদ্ধি করা হয়।
]]>

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·