মাস্ক-হেলমেট পরে যেভাবে ৩ জন গুলি করে যুবদল নেতাকে

১ সপ্তাহে আগে
রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুন করে পালানোর সময় দ্রুত রিকশা না চালানোয় চালককেও গুলি করে তারা।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুরের পল্লবী এলাকায় একটি হার্ডওয়্যারের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গোলাম কিবরিয়া যুবদল পল্লবী থানার সদস্য সচিব।

 

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পল্লবী এলাকার একটি দোকানে ঢুকে প্রকাশ্যে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে পরপর কয়েক রাউন্ড গুলি করে মাস্ক-হেলমেট পড়া তিনজন। এসময় তিনি দোকানে থাকা চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেন। পাশে অন্যরা থাকলেও অস্ত্রধারীদের কিছুই করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

আরও পড়ুন: বিচারকের ছেলে হত্যা: পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য অপসারণে হাইকোর্টে রিট

 

গুরুতর আহত অবস্থায় গোলাম কিবরিয়াকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, রাজনৈতিক দ্বন্দে এ হত্যাকাণ্ড। তারা চান, সুষ্ঠু বিচার।

 

এদিকে, কিবরিয়াকে গুলি করে অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় দ্রুত না চালানোয় চালককে গুলি করে পালায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় চালককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

 

আরও পড়ুন: যুবদল নেতাকে হত্যা করে পালানোর সময় রিকশাচালককে গুলি, ঢামেকে ভর্তি

 

পল্লবী থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে, স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করেছেন তারা। দলীয় কোন্দল নাকি অন্য কোনো বিষয় আছে, তা তদন্তের পর বেরিয়ে আসবে।

]]>
সম্পূর্ণ পড়ুন