সেলাঙ্গর ইমিগ্রেশন ডিরেক্টর খায়রুল আমিনুস কামারুদ্দিন জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে এই অভিযান চালানো হয়।
আটককৃতদের মধ্যে থাই, চীনা, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থান করা এবং বৈধ ভ্রমণ নথি না থাকার মতো অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় কোম্পানির টাকা নিয়ে ‘লাপাত্তা’ বাংলাদেশি, ধরিয়ে দিলে ৩ লাখ টাকা পুরস্কার
এর আগে গত সপ্তাহে জোহর বাহরুতে অবস্থিত তিনটি ম্যাসাজ সেন্টারে এক বিশেষ অভিযানে ১১৫ জনকে তল্লাশির পর ৫২ জন বিদেশিকে আটক করে অভিবাসন বিভাগ।
এর আগে চলতি বছরের ৩০ জুলাই কুয়ালালামপুরের একটি ম্যাসাজ পার্লারে পতিতাবৃত্তির অভিযোগে দুই বাংলাদেশি নারীসহ ২২ জনকে আটক করা হয়।
]]>