সবশেষ এনসিএল টি-টোয়েন্টি খেলেননি তামিম ইকবাল। বিপিএলের এবারের আসরে খেলবেন কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে তার মাঠে ফেরার নিশ্চয়তা না থাকলেও ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি। ২০২৬ সালের জুনে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাওয়া মালয়েশিয়া প্রিমিয়ার লিগে (এমপিএল) মেন্টরের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল।
আরও পড়ুন: টি-টেনে দল পেলেন সাইফ ও নাহিদ
বাংলাদেশের সাবেক ওপেনারের সঙ্গে একই ভূমিকায় থাকবেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। ২০২৬ সালের ৭ জুন থেকে কুয়ালালামপুরে হবে টুর্নামেন্টটি। পাঁচ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ২৭ জুন। প্রথমবারের মতো টি-টোয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিতে পেরে খুশি মাহিন্দা ভল্লিপুরম।
এমসিএ’র সভাপতি বলেন, ‘মালয়েশিয়া টি–টোয়েন্টির প্রথম মৌসুমের তারিখ ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বের বিভিন্ন স্থানে সফল লিগ আয়োজনে আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে আমরা নিশ্চিত করবো যে, মালয়েশিয়ার ক্রিকেটপ্রেমীরা চমকপ্রদ ক্রিকেটীয় লড়াই উপভোগ করবেন।’
আরও পড়ুন: বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট রিশাদের
এ ছাড়া আইপিজি গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অনিল মোহন বলেন, ‘ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে মালয়েশিয়া টি-টোয়েন্টি লিগ গোটা এশিয়ার নজর কাড়বে। আমাদের লক্ষ্য হলো মালয়েশিয়ার ক্রিকেট প্রেমকে আমাদের বৈশ্বিক লিগ আয়োজনের অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে এমন এক উত্তেজনাপূর্ণ ও স্মরণীয় মৌসুম উপহার দেওয়া, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে।’
এমপিএলের ব্যবস্থাপনা, পরিচালনা, সম্প্রচার এবং বিপণনের দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করছে তারা। কিছুদিন আগে বিপিএলের পরামর্শক হিসেবে দায়িত্ব নিতে আবেদন করেছিল আইপিজি।
]]>
৪ সপ্তাহ আগে
৯








Bengali (BD) ·
English (US) ·