পাশাপাশি কাঁধে কাঁধ তবুও হয়তো একটা দল নয়। টিম স্লোগান হট অ্যান্ড কুল তবে নেতিবাচক ইস্যুতে দেশের ক্রিকেট উতপ্ত রাজশাহীর মালিক পক্ষের অপেশাদারিত্বে। বুধবার (১৫ জানুয়ারি) বিসিবি সভাপতির আশ্বাসের প্রেক্ষিতে পরদিন যথাসময়ে অনুশীলনে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। টিমেতালের অনুশীলন সেশনে যেন কিছুটা গাছাড়া ভাব।
বিপিএলের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেন এতদিন কোনো পেমেন্ট পরিশোধ করেনি মালিকপক্ষ, এমন প্রশ্নের মিলেছে হাস্যকর উত্তর। সঙ্গে মিলেছে আশ্বাস, চট্টগ্রাম পর্বেই নাকি ক্রিকেটারদের বুঝিয়ে দেয়া হবে অন্তত ৫০ শতাংশ অর্থ।
গণমাধ্যমকে টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেন, ‘আজকের মধ্যেই ২৫ শতাংশ অর্থ নগদ পরিশোধ করা হবে এবং আরও ২৫ শতাংশ চট্টগ্রাম পর্বেই শোধ করা হবে। মিরপুরে ৩ তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার কারণে, মালিকের স্ত্রী গায়েত্রির বুকে বলের আঘাত লাগার কারণে ট্রিটমেন্টের জন্য তিনি দেশের বাইরে গিয়েছেন। সে সময় চেকগুলো খেলোয়াড়দের হাতে তুলে দেয়া হয়েছিল। খেলোয়াড়রা তখন চেক হস্তান্তর করার পর তিনি দেশের বাইরে থাকায় চেকগুলো বাউন্স হয়। কারণ তখন ব্যাংক থেকে তাকে কল করে পাওয়া যায়নি।’
আরও পড়ুন: তামিম-মালানের ব্যাটে জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু বরিশালের
বাতাসে ফিসফাস, রাজশাহীর ম্যানেজমেন্টের অপেক্ষাকৃত দুর্বল দল নির্বাচনের নেপথ্যের অনুঘটক ভিন্ন। এর চাইতেও প্রশ্ন, মাঠের বাইরের এই হ্যাপেনিং সংকটের প্রভাবের পর কি, মাঠে নিজেদের সর্বোচ্চটা দিতে পারবেন ক্রিকেটাররা?
অপি বলেন, ‘খেলোয়াড়রা আশ্বস্ত হয়েছেন এবং মানসিক দিক থেকে তারা খুব ভালো অবস্থাতেই আছেন। পেশাদারদের ক্ষেত্রে আমার মনে হয় যখনই পকেটে টাকা চলে আসে, ভালো খেলার মানসিকতা জেগে ওঠে। সেক্ষেত্রে সবাই ফুরফুরে মেজাজে আছেন এবং ভালোভাবে অনুশীলন করছেন।’
বৃহস্পতিবারের অনুশীলনে ছিলেন না তাসকিন। তবে ফ্র্যাঞ্চাইজিটির দাবি অভিমান নয় বরং ইনজুরির দুশ্চিন্তা থেকেই বিশ্রামে এই টাইগার পেসার।
আরও পড়ুন: রংপুরের অনুশীলনে সৌম্য, কবে থেকে খেলবেন জানালেন বিসিবির চিকিৎসক
শুক্রবার সিলেট স্টাকার্সের বিপক্ষে রাজশাহীর টিকে থাকার ম্যাচ। তবে বলাই বাহুল্য সেই ম্যাচের ফল ছাপিয়ে পেমেন্ট ইস্যুই বড় হয়ে ধরা দেবে ক্রিকেটারদের মানসিকতায়। যা উৎরানোই হবে মূল চ্যালেঞ্জ।
]]>