মালয়েশিয়ায় হালাল শোকেসের ২১তম আসরে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
বিশ্বের বৃহত্তম হালাল প্রদর্শনী হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের (এমআইএইচএএস) ২১তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এ বছর বাংলাদেশের ৮টি শিল্প প্রতিষ্ঠান এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এতে অংশ নিয়েছে।

 

এই প্রদর্শনীতে বাংলাদেশের তৈরি পোশাক, সিরামিক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য এবং প্লাস্টিকসহ বিভিন্ন রফতানিযোগ্য পণ্য তুলে ধরা হচ্ছে। গ্লোবাল ক্যাপসুলস লিমিটেড, এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, রিমার্ক এইচবি লিমিটেড এবং নওরিস ফুডস লিমিটেডের মতো প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য প্রদর্শনের মাধ্যমে মালয়েশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করার সুযোগ পেয়েছে।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকার এবং বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

 

আরও পড়ুন: ৩৪ বাংলাদেশিসহ ১৭৬ বিদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

 

উদ্বোধনী অনুষ্ঠানে তারা বলেন, মালয়েশিয়াসহ আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণে এই ধরনের মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের হালাল পণ্যের বিশ্বব্যাপী চাহিদা পূরণে সহায়ক হবে।

 

প্রদর্শনীতে বাংলাদেশ তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক প্রতিষ্ঠান যাতে এই ধরনের মেলায় অংশ নিতে পারে, সে বিষয়ে রফতানি উন্নয়ন ব্যুরো ও হাইকমিশন কাজ করে যাচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন