মালয়েশিয়ার ৭ রাজ্যে টানা বৃষ্টিপাতের সতর্কতা জারি

৩ সপ্তাহ আগে
মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ (মেটমালয়েশিয়া) দেশটির ৭টি রাজ্যে ৮ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত টানা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এদিকে, গত এক সপ্তাহের সৃষ্ট বন্যায় মালয়েশিয়ায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

পারলিস, কেদাহ, পেরাক, কেলান্তান, তেরেঙ্গানু, পাহাং ও জোহর এই ৭টি রাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং চলমান আবহাওয়ার যেকোনো সম্ভাব্য প্রভাবের জন্য প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

 

এই ৭টি রাজ্যের জেলাগুলোর মধ্যে রয়েছে পারলিস, কেদাহ রাজ্যের কাবুং পাসু, কোতা সেতার, পকক সেনা, পাদাং তেরাপ, পেন্ডাং সিক, বালিং, পেরাক রাজ্যের হুলু পেরাক, কেলানতান ও তেরেঙ্গানু। এই অঞ্চলে আগামী ৮ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত টানা বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। 

 

আরও পড়ুন: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ২৯

 

এছাড়া, পাহাং রাজ্যের তানাহ তিঙ্গি ক্যামেরুন, লিপিস, জেরান্তুত, মারান, কুয়ান্তান, পেকান ও রোম্পিন, জোহর রাজ্যের মারসিং ও কোতা তিঙ্গিতে ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত টানা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

 

এদিকে, গত সপ্তাহে মালয়েশিয়ার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ২৯ জন শিক্ষার্থীর পরীক্ষা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

]]>
সম্পূর্ণ পড়ুন