মালয়েশিয়ার শিক্ষাব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট বেশিরভাগ জনগণ: জরিপ

৩ সপ্তাহ আগে
মালায়শিয়ার শিক্ষাব্যবস্থা নিয়ে দেশটির বেশিরভাগ জনগণ ব্যাপক অসন্তুষ্ট। আন্তর্জাতিক বাজার গবেষণা ও পরামর্শক সংস্থা ইপসোসের নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

ইপসোস ২০২৫ গ্লোবাল এডুকেশন মনিটর শীর্ষক এই জরিপে অংশ নেয়াদের ৫৬ শতাংশই মালয়েশিয়ার শিক্ষাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। মাত্র ৪৪ শতাংশ নাগরিক দেশের শিক্ষা ব্যবস্থা সন্তুষ্ট। এই ফলাফল ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশের তুলনায় অনেক কম।

 

জরিপে অসন্তোষের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে শিক্ষার অসম সুযোগ, পুরনো অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার। ইপসোস মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক অরুণ মেনন মনে করেন, সবার জন্য সমান সুযোগ, আধুনিক অবকাঠামো এবং একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

 

আরও পড়ুন: ১০ দিন পর প্রকাশ্যে এসে বিস্ফোরক দাবি নেপালের সাবেক প্রধানমন্ত্রীর

 

প্রযুক্তি বিষয়ে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মাত্র এক-চতুর্থাংশ মানুষ মনে করেন, প্রযুক্তি শিক্ষার মান উন্নত করবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে তাদের গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে জনগণের মনোভাব বেশ স্পষ্ট। ৭০ শতাংশ উত্তরদাতা ১৪ বছরের কম বয়সি শিশুদের জন্য এটি নিষিদ্ধ করার পক্ষে সমর্থন জানিয়েছেন।

 

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, জরিপে অংশগ্রহণকারীদের ৩৭ শতাংশের মতো যুবকের মানসিক স্বাস্থ্য এখন শিক্ষার সাথে সম্পর্কিত অন্যান্য সব উদ্বেগকে ছাড়িয়ে গেছে। এটি বুলিং, শিক্ষার নিম্নমান বা চাকরির বাজারের সাথে অসামঞ্জস্যতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে।

 

আরও পড়ুন: বাগরাম বিমান ঘাঁটি দখলে নেয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, যা বলল তালেবান

 

ইপসোস গবেষণা দল সুপারিশ করেছে, মালায়শিয়ার শিক্ষানীতিতে অবশ্যই সমান সুযোগ, প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং মানসিক স্বাস্থ্য সহায়তাকে অগ্রাধিকার দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত শিক্ষাব্যবস্থা তৈরিতে শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী সহযোগিতা প্রয়োজন বলেও তারা মনে করে।

]]>
সম্পূর্ণ পড়ুন