মালয়েশিয়ার বিমানবন্দরগুলোতে বিদেশিদের জন্য অত্যাধুনিক স্ক্রিনিং সিস্টেম চালু

৩ সপ্তাহ আগে
মালয়েশিয়ায় বিমানবন্দরগুলোতে বিদেশি যাত্রীদের জন্য চালু হলো বহুল প্রতীক্ষিত অ্যাডভান্স প্যাসেঞ্জার স্ক্রিনিং সিস্টেম (এপিএসএস)। যা আজ শুক্রবার (৩১ অক্টোবর) থেকেই কার্যকর হয়েছে।

প্রাথমিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স, ভিয়েতজেট এয়ার, এমিরেটস এয়ারলাইন্স, স্কুট ও ইউএস বাংলা এয়ারলাইন্সসহ মোট ১০টি নির্দিষ্ট আন্তর্জাতিক এয়ারলাইন্সের যাত্রীদের জন্য এই ব্যবস্থা চালু হলো।

 

স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দীন নাসুশন ইসমাইল জানিয়েছেন, এর মূল উদ্দেশ্য হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন বিভাগ এবং সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থার যৌথ কার্যক্রমের কার্যকারিতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা। সফল পর্যালোচনা শেষে আগামী ২০২৬ সালের মার্চ মাস থেকে এটি দেশের সকল আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

 

এই অত্যাধুনিক সিস্টেমের মাধ্যমে মালয়েশিয়ায় অবতরণের আগেই যাত্রীদের তথ্য যাচাই করা হবে। এটি কর্তৃপক্ষকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিগুলো অনেক আগেই চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সক্ষম করবে, যা দেশের প্রতিরোধমূলক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে।

 

আরও পড়ুন: বাংলাদেশিসহ ৬০ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

 

এপিএসএস-এর বাস্তবায়ন ডেটা এবং প্রযুক্তির মাধ্যমে দেশের নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন এবং ইমিগ্রেশন নিয়ন্ত্রণের সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।

 

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মানদণ্ড এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশনের সাথে মালয়েশিয়ার সম্মতি নিশ্চিত করার লক্ষ্যে এই সিস্টেমের বাস্তবায়ন নির্ধারিত সময়সূচির চেয়ে এগিয়ে এনে ডিসেম্বর থেকে অক্টোবরে চালু করা হয়েছে।

 

জাতীয় সমন্বিত ইমিগ্রেশন সিস্টেম প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে এপিএসএস এর মূল লক্ষ্য হলো দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা। এই প্রযুক্তি-নির্ভর পদ্ধতি দেশের সামগ্রিক স্থিতিস্থাপকতা বাড়াবে এবং মালয়েশিয়ার নিরাপদ বিমান চলাচল ও পর্যটন কেন্দ্র হিসেবে ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

 

আরও পড়ুন: দুই বাংলাদেশি ব্যবসায়ীকে ফেরত ইস্যুতে যা বললেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

]]>
সম্পূর্ণ পড়ুন