মালয়েশিয়ার গ্রামে ঢুকে পড়ল বাঘ, বাসিন্দাদের উদ্বেগ

১ সপ্তাহে আগে
মালয়েশিয়ার পাহাং রাজ্যের কাম্পুং মেম্বাতু গ্রামে প্রথমবারের মতো বাঘ ঢুকে পড়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

সোমবার (২৩ নভেম্বর)  কাম্পুং মেম্বাতুর বাসিন্দা রোসদি রশিদ (৫১) জানান, তার এক বন্ধু বাঘটিকে এলাকায় ঢুকতে দেখে ভিডিও করে তাকে পাঠান। বন্ধুটি তখন কাম্পুং মেম্বাতু, কাম্পুং মাত ডালিং এবং জেরান্টুট যাওয়ার প্রধান রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

 

রোসদি স্থানীয় সংবাদ মাধ্যমে জানান, এই ঘটনায় গ্রামবাসীরা হতবাক কারণ এর আগে তাদের এলাকায় কখনও বাঘের আনাগোনা ছিল না।

 

আরও পড়ুন:মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু

 

তিনি বলেন, ‘আসলে বাঘ আমরা এর আগেও দেখেছি তবে সেটা গ্রামের ভেতরে নয় জঙ্গলে। কিন্তু বাড়ির এত কাছাকাছি এই প্রথম। তাই আমরা বাসিন্দারা খুব চিন্তিত।’

 

তিনি আরও জানান, বাঘটিকে গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা থেকে প্রায় ১০০ মিটার দূরে দেখা গিয়েছিল। তার নিজের বাড়ি থেকে বাঘটিকে যেখানে দেখা গিয়েছিল তার দূরত্ব প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার।

 

তবে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাঘটির উপস্থিতি গ্রামের আশেপাশে টের পাওয়া যাচ্ছিল। এই পথ দিয়ে সবাই যাতায়াত করেন বলে এই ঘটনা বাসিন্দাদের মধ্যে আরও বেশি উদ্বেগ সৃষ্টি করেছে।

 

আরও পড়ুন:মালদ্বীপে যাওয়ার মাত্র ৩ দিনের মাথায় নৌকা ডুবে বাংলাদেশির মৃত্যু


এ ঘটনায় গ্রামবাসীরা সতর্ক অবস্থায় আছেন এবং বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য বন্যপ্রাণী সুরক্ষা বিভাগকে জানানো হয়েছে।  

]]>
সম্পূর্ণ পড়ুন