শুক্রবার (৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জের ছাতক শহরের ট্র্বাফিক পয়েন্টে ছাত্র নাগরিক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,সাদিক কায়েম বলেন, ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে দিল্লির দালালদের হাত থেকে দেশকে মুক্ত করা হয়েছে। ভারতীয় আধিপত্যবাদী রাজনীতিকে ছাত্রজনতা দেশ থেকে বিতাড়িত করেছে। ফ্যাসিবাদের কবর দেয়া হয়েছে।
সাদিক কায়েম বলেন, ৫৪ বছরের বাংলাদেশে ভারতীয় দালালরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করেছে। বিশেষ করে গত ১৬ বছরে বাংলাদেশ ছিল ভারতের সাপ্লাই কলোনীর মতো। ভারত আমাদের অর্থনীতিকে শোষণ করেছে, সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে রাজনৈতিক গোলামী শৃঙ্খলে বন্দী করে রেখেছিল। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত।
ডাকসু ভিপি বলেন, ভারত বাংলাদেশকে ষোল বছর একটি কলোনি বানিয়ে রেখেছিল। সুশাসন আইনের শাসন মানুষের ভোটাধিকার কেড়ে ফ্যাসিস্ট হাসিনা দেশের সকল সম্ভাবনা নষ্ট করে দিয়েছে। ষোল বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। গণ ভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় দেশে তাদের ঠাঁই হবে না: সাদিক কায়েম
সুনামগঞ্জ-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর পক্ষে ভোট প্রার্থনা করেন। সমাবেশে ডাকসুর কেন্দ্রীয় নেতারাসহ জামায়াতে ইসলামীর সিলেট বিভাগের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।
পরে তিনি দিরাইয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনিরের সমাবেশ যোগদানের কথা রয়েছে। বক্তব্যের শুরুতে সাদিক কায়েম গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

১১ ঘন্টা আগে
১





Bengali (BD) ·
English (US) ·