রোববার (২৪ নভেম্বর) মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (এমআইটিইসি) অনুষ্ঠিত হয় এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্স (এপিআরএ) আন্তর্জাতিক ফাইনাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্স সদর দফতরের প্রেসিডেন্ট রাণ্ডি ইউয়ান এবং ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট আওসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
চীন, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ দলগুলো তাদের রোবোটিক্স প্রকল্প প্রদর্শন এবং প্রতিযোগিতার মাধ্যমে এই আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে।
আরও পড়ুন: আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল’র সঙ্গে চুক্তি বাতিল মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের
এই প্রতিযোগিতা আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনোভেটিভ রোবোটিক্স ফেস্টিভ্যাল, স্যাম ল্যাবস, স্মার্ট ব্রেইন এম্পায়ার ও ইউনিভার্সিটি অফ সাইবারজয়া।
এই বছর প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের ১৮ জন বিচারক। তাদের মধ্যে ৫ জনই ছিলেন বাংলাদেশি প্রকৌশলী অনুষদের শিক্ষার্থী ও বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম) সদস্য।
সিটি ইউনিভার্সিটি বিয়ামের প্রেসিডেন্ট ও তথ্যপ্রযুক্তি প্রকৌশল অনুষদের ট্রাজেরার রফিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠানে বাংলাদেশির সদস্যরা বিচারক হিসাবে অংশগ্রহন করেন সিটি বিয়ামের সাংগঠনিক সদস্য মো. মেহেদী হাসান সুপ্ত, তামিম, রাশেদ এবং ইউসিএসআই ইউনিভার্সিটির মুশফিক।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ছদ্মবেশে স্কুলে প্রবেশ, বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কারাদণ্ড
তাদের বিচারক হিসেবে অংশগ্রহণ প্রমাণ করেছে যে বাংলাদেশ রোবোটিক্স শিক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এই প্রতিযোগিতায় তাদের অবদান বাংলাদেশের প্রযুক্তি খাতের বিকাশ ও বৈশ্বিক স্বীকৃতি অর্জনে অনুপ্রেরণা যোগাবে।
]]>