মালয়েশিয়ায় বেড়েছে বিদেশি বিনিয়োগ, শীর্ষে পরিষেবা খাত

২ সপ্তাহ আগে
মালয়েশিয়ায় বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৫১ দশমিক ৫ বিলিয়ন রিঙ্গিত। যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বৃদ্ধি।

বুধবার (২৫ জুন) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ (ডিওএসএম)। তথ্য অনুযায়ী, এই বিপুল বিনিয়োগের পেছনে প্রধান চালিকা শক্তি ছিল দেশটির পরিষেবা খাত এবং সিঙ্গাপুর ও হংকংয়ের মতো এশীয় অর্থনীতির জোরালো আগ্রহ।

 

মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, ২০২৪ সালে মালয়েশিয়ায় বিদেশি সংস্থাগুলোর মোট আয় বেড়ে ৯৯ দশমিক ৮ বিলিয়ন রিঙ্গিতে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালের ৮৮ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিতের তুলনায় বেশি। এই বৃদ্ধির প্রধান কারণ ছিল ইক্যুইটি ও বিনিয়োগ তহবিল শেয়ার থেকে আয়।

 

বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ দেশের মোট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ ৯৯৫ দশমিক ৫ বিলিয়ন রিঙ্গিতে উন্নীত হয়েছে, যা আগের বছরে ছিল ৯২৪ বিলিয়ন রিঙ্গিত।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় ১৭০০ রিঙ্গিতের নিচে মজুরি দিলে অভিযোগ দায়েরের নির্দেশ

 

২০২৩ সালে মালয়েশিয়ার পরিষেবা খাতের মোট বাণিজ্য ৪৩৪ বিলয়ন রিঙ্গিত থেকে ২০২৪ সালে ১৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪৯৭ দশমিক ৪ বিলয়ন রিঙ্গিতে পৌঁছেছে। এই খাত দেশের বর্তমান মূল্যের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২৫ দশমিক ৮ শতাংশ অবদান রেখেছে।

 

এছাড়া দেশটির পরিষেবা রপ্তানি আগের বছরের ১৯৫ বিলিয়ন রিঙ্গিত থেকে ২৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ২৪২ দশমিক ৯ বিলিয়ন রিঙ্গিতে দাঁড়িয়েছে। একইভাবে পরিষেবা আমদানিও ২০২৩ সালের ২৩৯ বিলিয়ন রিঙ্গিত থেকে ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি হয়ে ২৫৪ দশমিক ৫ বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে।

 

মালয়েশিয়ার সেবা রপ্তানির জন্য সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও চীন ছিল তিনটি প্রধান গন্তব্য। পরিষেবা রফতানি আমদানির চেয়ে দ্রুত গতিতে বেড়েছে। তাই ঘাটতি উল্লেখযোগ্যভাবে ৪৪ বিলিয়ন রিঙ্গিত থেকে ১১ দশমিক ৭ বিলিয়ন রিঙ্গিতে নেমে এসেছে। এটি মালয়েশিয়ার পরিষেবা খাতের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন: মালয়েশিয়ার শিক্ষাঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য

]]>
সম্পূর্ণ পড়ুন