সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলের বলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপি মালয়েশিয়ার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান এবং প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সভার সঞ্চালনায় ছিলেন সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটি, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সহযোগিতায় ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন ও সহ-দফতর সম্পাদক হাবিবুর রহমান শিশির। এতে শুভেচ্ছা বক্তব্য দেন দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মোল্লা।
আরও পড়ুন: আওয়ামী লীগের মতো চাটার দল হওয়া যাবে না, নেতাকর্মীদের মির্জা ফখরুল
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘ ১৬ বছর খুন, গুম, জেল, জুলুম সহ্য করে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দৃঢ়ভাবে কাজ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদকে সুপ্রতিষ্ঠিত করার।’
সভাপতির বক্তব্যে প্রকৌশলী বাদলুর রহমান খান বলেন, ‘দেশনেতা তারেক রহমানের দেয়া ৩১ দফা প্রতিষ্ঠা করতে আমাদের সকল নেতাকর্মীকে জনগণের কাছে যেতে হবে। ৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ মেরামত ও সংশোধনের প্রক্রিয়া পূর্ণতা পাবে। জনগণ এখন দেশে তাদের নির্বাচিত সরকার দেখতে চায়, তাই নির্বাচনী রোড ম্যাপ সামনে নিয়ে আসুন এবং আমরা সবাই জনগণের সঙ্গে সম্পৃক্ততা গড়ে তুলি।’
আরও পড়ুন: শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে জাতীয় পার্টি: রিজভী
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সহ-সভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন ও এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নিপু ও কাজী সালাহ উদ্দিন সহ যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মালয়েশিয়ার বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রবাসী নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে জাতীয়তাবাদকে সুপ্রতিষ্ঠিত করার শপথ নেন। প্রবাসী নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
]]>