বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, সাক্ষাৎকালে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এরপর হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উইজমা পুত্রার দক্ষিণ ও মধ্য-এশিয়া বিভাগের আন্ডার সেক্রেটারির সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে কথা বলেন তারা।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্থানীয় মোটরসাইকেল আরোহীর
হাইকমিশনারের এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচিতে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা, কাউন্সিলর (রাজনৈতিক) ও হেড অফ চ্যান্সারি প্রণব কুমার ভট্টাচার্য এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হুসাইন।
]]>
৪ সপ্তাহ আগে
৯








Bengali (BD) ·
English (US) ·