শনিবার (৪ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে কুয়ালালামপুরের পুডুর জালান পালংয়ের মিহারজা কন্ডোমিনিয়ামের সি ব্লক এ ঘটনা ঘটে।
পুডুর ফায়ার সার্ভিস জানায়, এদিন সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে ৯৯৯ নাম্বারে জরুরি ফোন আসে। সাড়ে দিয়ে দমকল বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলে পৌঁছার পর তারা দেখতে পান, এক যুবক উঁচু ভবনের বাহিরে জানালার গ্রিলের পাশে দাড়িয়ে আছে এবং লাফ দেয়ার চেষ্টা করছে। ওই সময় তার গায়ে কোনো পোশাক ছিল না।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেফতার
এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা নিচে নিরাপত্তা জাল স্থাপন করে। সেই সঙ্গে তাকে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা সফল হয়।
দুপুর ১টার দিকে তাকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর তাকে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন।
ওই যুবকের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ তার নাম-পরিচয় প্রকাশ করেনি। শুধু জানিয়েছে, তার বয়স ৩০ বছর বলে
]]>