মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু

২ দিন আগে
মালয়েশিয়ার মেলাকা প্রদেশে নির্মাণাধীন ভবনের ছাদে বজ্রপাতে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) তামান আয়ের কেরোহ হাইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মেলাক্কা ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পাবলিক রিলেশন অফিসার, ডেপুটি ফায়ার সুপারিনটেনডেন্ট মো. হাফিদজাতুল্লাহ রশিদ এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সময় আনুমানিক দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত বাংলাদেশি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে কাজের সরঞ্জাম নিচে নামানোর সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন।

 

মো. হাফিদজাতুল্লাহ রশিদ জানান, তারা দুপুর ২টা ৪২ মিনিটে জরুরি কল পান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটি ফায়ার ইঞ্জিন এবং ছয়জন কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা দ্রুততার সাথে আট মিনিটের মধ্যে সেখানে পৌঁছান।

 

আরও পড়ুন: মালদ্বীপে যাওয়ার মাত্র ৩ দিনের মাথায় নৌকা ডুবে বাংলাদেশির মৃত্যু

 

উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দেখতে পান বজ্রপাতের শিকার ভুক্তভোগী নির্মাণাধীন বাড়ির ছাদে পড়ে আছেন। দ্রুত তাঁকে স্ট্রেচারে করে নিচে নামানো হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।

 

ঘটনাস্থলের একজন সুপারভাইজার মো. হাফিদজাতুল্লাহ রশিদকে জানান দুর্ঘটনার সময় আবহাওয়া মেঘলা ছিল, তবে কোনো বৃষ্টি হচ্ছিল না।

 

উদ্ধার ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম শেষে বিকেল ৩টা ৪২ মিনিটে আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। মরদেহটি পরবর্তী আইনি ব্যবস্থা ও আনুষ্ঠানিকতার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন