বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেয় আয়োজক সংগঠন কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন (মালয়েশিয়া)। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী সোমবার (২০ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরের আম্পাংয়ে দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী এইচ এম এহসান উল্লাহ বলেন, কর্মব্যস্ত প্রবাস জীবনে সামান্য স্বস্তি ও প্রশান্তি এনে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একটি দিন আমরা আনন্দ আর উল্লাসে সুন্দর সময় কাটাতে চাই। সফলভাবে টুর্নামেন্টটি সম্পন্ন করার জন্য তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ইসলাম শিক্ষার উন্নয়নে বরাদ্দ ২৬০ কোটি রিঙ্গিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি নেতা মো. জসীমউদ্দিন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই আয়োজন সত্যিই অসাধারণ। বিদেশের মাটিতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আমাদের মধ্যকার সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করবে।
সংবাদ সম্মেলনে কক্সবাজার ব্রাদার্স ইউনিয়নের (মালয়েশিয়া) ফুটসাল টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও, বিভিন্ন দলের ম্যানেজার, ক্যাপ্টেন ও খেলোয়াড়রা এই আয়োজনে উপস্থিত ছিলেন।

১ সপ্তাহে আগে
১







Bengali (BD) ·
English (US) ·