মালয়েশিয়ায় নিরাপদ সড়ক উদ্ভাবন চ্যালেঞ্জে বাংলাদেশি শিক্ষার্থীর চমক

১ সপ্তাহে আগে
মালয়েশিয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘শেল নিরাপদ সড়ক উদ্ভাবন ফর ভার্সিটি চ্যালেঞ্জ ২০২৫’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশি শিক্ষার্থী মুশফিকুর রহমান। তিনি মালয়েশিয়ার স্বনামধন্য ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং একইসাথে বাংলাদেশি ইয়্যুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর ভাইস প্রেসিডেন্ট।

গেল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মালয়েশিয়ার পুত্রাজায়াস্থ দেওয়ান সেরি মেলাতি হলে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সড়ক ও পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক সিউ ফোক। বিশেষ অতিথি হিসেবে শেল ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিতি সুলায়মানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 

মুশফিকুর রহমান ও তার দলের উপদেষ্টা হিসেবে ছিলেন ডা. মারিলু প্রিয়া সালাম এবং তাদের লেকচারার মুহাম্মাদ রাহিমি বিন রামলি।

 

শেল মালয়েশিয়ার কান্ট্রি চেয়ার এবং আপস্ট্রিম মালয়েশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিতি সুলাইমান বলেন, ‘অসতর্ক আচরণ এবং অসচেতনতার কারণে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে, যা প্রতিরোধ করা সম্ভব। একটি সমাজ হিসেবে, আমাদের সবারই দায়িত্ব পরিবর্তনের ধারা চালনা করা এবং নিরাপদ সড়কের জন্য কাজ করা।’ 

 

প্রতিযোগিতায় মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় ২০টি বিশ্ববিদ্যালয় মূল পর্বে অংশ নেয়ার সুযোগ পায়। সেখান থেকে সেরা ৫টি দলকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে ইউটিএম ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

 

আরও পড়ুন: কুয়েতের গ্র্যান্ড মসজিদে বাংলাদেশের ক্যালিগ্রাফি

 

মুশফিকুর রহমান ও তার দল নিরাপদ সড়ক নিশ্চিত করতে একটি যুগান্তকারী প্রযুক্তিগত মডেল উপস্থাপন করেন। 

 

মুশফিকের এই অসাধারণ অর্জনে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার কেন্দ্রীয় নেতারা এবং প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। 

 

প্রতিযোগিতায় ইউসিএসএআই ইউনিভার্সিটির ‘হ্যাপি মিল’ দলটি তাদের ‘ভিসি+’ নামের প্রকল্পটি উপস্থাপন করে। এটি একটি স্মার্ট ডিভাইস, যা লরিসহ অন্যান্য ভারী যানবাহনে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন