মালয়েশিয়ায় নাইটক্লাবে অভিযান, ৪ বাংলাদেশিসহ আটক ১৭

৩ দিন আগে
মালয়েশিয়ার জোহর বাহরুর দু’টি নাইটক্লাবে অভিযান চালিয়ে চার বাংলাদেশিসহ অন্তত ১৭ জন বিদেশিকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ইমিগ্রেশন বিভাগের বিশেষ এক অভিযানে তাদের আটক করা হয়।

 

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, দুই সপ্তাহব্যাপী গোয়েন্দা নজরদারি এবং জনগণের দেয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

 

তিনি আরও জানান, আটক বিদেশিদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সি ৪ জন বাংলাদেশি, ৪ জন ইন্দোনেশীয় এবং ৯ জন চীনের নাগরিক রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা ওইসব স্থানে গ্রাহক পরিষেবা কর্মী হিসেবে কাজ করতেন। 

 

আরও পড়ুন: মালয়েশিয়ার সেলাঙ্গরে বড় অভিযান, ১৫০ বাংলাদেশিসহ আটক ৮৯৮ জন

 

একই সঙ্গে, একজন স্থানীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে যিনি ওই বিনোদন কেন্দ্রগুলোর ব্যবস্থাপক বলে ধারণা করা হচ্ছে।

 

আটকদের স্থানীয় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী আরও তদন্ত করা হবে। এই অভিযানের সময় আরও আটজনকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন