গত বৃহস্পতিবার (২৬ জুন) নেগরি সেম্বিলানের জেমাস জেলার কাম্পুং ব্যাংকালুলুর পাম্প হাউসের কাছে মুয়ার নদীতে মাছ ধরার জাল লাগাতে যান ওই বাংলাদেশি। হঠাৎ প্রবল স্রোতে ভেসে যান তিনি। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি।
রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে নদীতে ভাসমান অবস্থায় ওই বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়। একজন পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূর থেকে লাশ উদ্ধার করা হয়।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছে। লাশটি বর্তমানে ময়নাতদন্তের জন্য তাম্পিন হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। ঘটনাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: মালয়েশিয়ায় এক্সপ্রেস ও ট্যুর বাসে সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হলো
]]>