মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) রাতে কুয়ালালামপুরের বুকিত বিনতাং সিটি সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে, যা চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, মহানগর ও কক্সবাজারের খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছিল। ফাইনাল ম্যাচে এফসি লোহাগাড়া টাইব্রেকারে ৩-২ গোলে সিএফসি সাতকানিয়াকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আজিজুল হকের পরিচালনায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইস্কান্দর মনি সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা রফিক আহমদ খান, সাধারণ সম্পাদক সাদেক উল্লাহসহ আরও অনেকে। বক্তারা টুর্নামেন্টের সফল আয়োজন এবং তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন।
এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রবাসী তরুণদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি পেয়েছে। খেলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা এবং প্রবাস জীবনের ক্লান্তি দূর করার সুযোগ সৃষ্টি হয়েছে বলে তারা উল্লেখ করেন।
আরও পড়ুন: বিপিএল এখন নাম বদলে বিএফএল
এফসি লোহাগাড়া দলের খেলোয়াড় ফরহাদ টুর্নামেন্টে ৪ গোল করে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। এছাড়া, ডায়নামিক পটিয়া দল সুশৃঙ্খল দলের পুরস্কার লাভ করে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো: কর্ণফুলী স্পোর্টস একাডেমি, চট্টগ্রাম একাদশ, কক্সবাজার আল হেলাল, আনোয়ারা সিটিজি ও চট্টগ্রাম মহানগর দল। এই ইভেন্টে মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন এবং খেলা উপভোগ করেন। এটি শুধু একটি খেলা ছিল না, বরং প্রবাসে চট্টগ্রাম ও কক্সবাজারের বাসিন্দাদের মিলনমেলায় পরিণত হয়েছিল।
এছাড়াও টুর্নামেন্টের ম্যাচ উপভোগ করার জন্য কুয়ালালামপুর ও আশেপাশের এলাকায় বসবাসকারী চট্টগ্রামবাসীরা ভিড় করেন। অসংখ্য দর্শকে পরিপূর্ণ ছিল মাঠের বাইরে। দর্শকেরা আনন্দ উল্লাসের সাথে খেলা উপভোগ করতে দেখা যায়। হাংতুয়া, বুকিত বিনতাং , টাইমস্কয়ার , পুড়ু এলাকায় বসবাসকারী বাংলাদেশের অন্যান্য জেলার প্রবাসীরাও খেলা উপভোগ করেছেন।