শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে আয়োজিত এক সভায় তাকে বরণ করে নেন মালয়েশিয়ায় বসবাসরত কুমিল্লা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুজ্জামান সরকার।
মালয়েশিয়া চৌকিট বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিনহাজ মণ্ডল।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানকে বিদায়ী সংবর্ধনা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিনসহ অন্যান্য নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে আখতারুজ্জামান সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘তারেক রহমান ও খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষে প্রবাসে একযোগে কাজ করতে হবে।’