মালয়েশিয়ায় কনক্রিট বহনকারী মেশিনে পিষ্ট হয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৩ সপ্তাহ আগে
মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরির তামান বুকিত সেনাদি এলাকার একটি নির্মাণস্থলে কনক্রিট বহনকারী মেশিনের নিচে চাপা পড়ে ৩৪ বছর বয়সি এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

ইস্কান্দার পুতেরি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের সিনিয়র ফায়ার অফিসার জাসনি সাইদিন জানান, রাত ১০টা ১৯ মিনিটে তারা এই দুর্ঘটনার বিষয়ে একটি জরুরি কল পান। 

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু

 

খবর পেয়ে, ইস্কান্দার পুতেরি এবং স্কুদাই থেকে মোট সাতজন অগ্নিনির্বাপক কর্মী একটি ফায়ার রেসকিউ টেন্ডার এবং একটি ইমার্জেন্সি সার্ভিসেস সাপোর্ট ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। তারা উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে মেশিনের নিচ থেকে মৃতদেহ বের করে আনেন।

 

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ওই বাংলাদেশি ঘটনাস্থলেই মারা গেছেন। মৃতদেহ পরবর্তী কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত ১১টা ১৪ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন