এর অংশ হিসেবে সম্প্রতি হাইকমিশনের একটি প্রতিনিধি দল কেদাহ রাজ্যের বেলান্তিক ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করে সেখানে আটক ৫৪ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।
প্রতিনিধি দল আটক ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেছেন। আলোচনার ভিত্তিতে দ্রুত দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।
প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এরইমধ্যে ২৫ জনের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে। বাকি ব্যক্তিদেরও দ্রুত দেশে পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছে প্রতিনিধি দল।
আরও পড়ুন: মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবি, নিখোঁজ শতাধিক
চলতি বছর হাইকমিশন মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলের মোট ১৯টি ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেছে এবং এখন পর্যন্ত ২ হাজার ২১টি ট্রাভেল পারমিট ইস্যু করেছে।
দুস্থ ও অসহায় বাংলাদেশি নাগরিকদের সরকারি খরচে দেশে ফেরানোর কার্যক্রমও অব্যাহত রয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে ৪০ জন এবং চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে এ পর্যন্ত ৩২ জন নাগরিককে সরকারি খরচে দেশে ফেরানো হয়েছে।
হাইকমিশন আশা প্রকাশ করেছে, অবশিষ্ট আটক বাংলাদেশি নাগরিকদেরও দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

৪ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·