মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ১১৪ বাংলাদেশি আটক

২ সপ্তাহ আগে
মালয়েশিয়ার কেলানতান রাজ্যের কোতা বারুতে অভিযান চালিয়ে ১১৪ বাংলাদেশিসহ মোট ১১৫ জন অভিবাসীকে আটক করেছে স্থানীয় অভিবাসন বিভাগ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৫ মে) দুপুর ২টা থেকে কেলানতান রাজ্যের কোতা বারুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে বিদেশিদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। 

 

আটকদের মধ্যে ১১৪ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

 

কেলানতান অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানিয়েছেন, আটকদের সবার বিরুদ্ধে বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থানসহ অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে। 

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪

 

আটকদের বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

 

তাদের সবার বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) অনুসারে আরও তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন