মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কুয়ালা তেরেংগানু সেশন ৪ আদালতে বিচারক ইয়া পুয়ান নাজলিজা বিনতি মুহাম্মদ নাজরি ওই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে এই জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতের তথ্যানুসারে, চলতি মাসের ২ সেপ্টেম্বর কুয়ালা তেরেংগানুর কুয়ালা নেরুসের গং বাদাকের একটি নির্মাণস্থল থেকে ওই বাংলাদেশিকে আটক করা হয়। তার অস্থায়ী কাজের ভিজিট পাসের মেয়াদ নভেম্বর ২০২৩-এ শেষ হওয়ার পরও প্রায় এক বছর নয় মাস ধরে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করছিলেন।
আরও পড়ুন: কুয়ালালামপুরে অভিযান, ২১ বাংলাদেশিসহ ৩৮ অবৈধ অভিবাসী আটক
একই অভিযানে আটক আরও ৯ জন অভিবাসীকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে চারজনকে মালয়েশিয়ায় কোনো বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) অনুযায়ী অভিযুক্ত করা হয়। এদের মধ্যে একজন বাংলাদেশি এবং তিনজন ইন্দোনেশীয় পুরুষকে প্রত্যেকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও অতিরিক্ত সময় থাকার অভিযোগে আরও ছয়জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) অনুযায়ী অভিযুক্ত করা হয়। এদের মধ্যে আরও দুজন বাংলাদেশি পুরুষ এবং তিনজন ইন্দোনেশীয় পুরুষকে তিন থেকে চার মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
তেরেংগানু ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখতে তারা ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: মালয়েশিয়ায় প্রবাসীদের সামাজিক সুরক্ষায় বিশেষ কর্মশালা
]]>