মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে পাচারকারীসহ ১৯ রোহিঙ্গা আটক

৫ দিন আগে
কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে একজন দালালসহ দুজন বাংলাদেশি ও ১৭ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, "গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। এ সময় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ওই এলাকার কয়েকটি ঘর থেকে এক দালালসহ দুই বাংলাদেশি ও ১৭ রোহিঙ্গাসহ মোট ১৯ জনকে আটক করে নৌবাহিনী। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
সম্পূর্ণ পড়ুন