রোববার (৩ আগস্ট) রাজধানী মালের কারা কর্তৃপক্ষের কাছে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের অর্থায়নে প্রবাসী বাংলাদেশি বন্দিদের জন্য পরিধেয় পোশাক হস্তান্তর করেন বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
উন্নত জীবন ও অধিক উপার্জনের আশায় অসংখ্য বাংলাদেশি পাড়ি জমিয়েছেন মালদ্বীপে। কিন্তু অবৈধ অভিবাসন ও দালাল চক্রের খপ্পরে পড়ে এদের অনেকেরই ঠিকানা হয়েছে এখন দেশটির অন্ধকার কারাগারে।
রাজধানী মালে থেকে প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণে কাফু অ্যাটলে অবস্থিত দেশটির প্রধান মাফুশি কারাগার। বর্তমানে কারাগারটিতে বন্দি আছেন ৪৯ জন প্রবাসী বাংলাদেশি, যাদের বেশিরভাগই আটক হয়েছেন হত্যা, শিশু নির্যাতন, মাদক কারবার, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। এদের মধ্যে কেউ কেউ সাজাপ্রাপ্ত হলেও, অনেকেই এখনো বিচারাধীন।
আরও পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে শোক বইতে স্বাক্ষর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর
সম্প্রতি বাংলাদেশ মিশনের একটি প্রতিনিধি দল মাফুশি কারাগার পরিদর্শন করে। এসময় প্রবাসী বাংলাদেশি বন্দিদের সঙ্গে দেখা করে, তাদের সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বিশেষ করে প্রবাসী বন্দিদের সাথে চিকিৎসা, খাবার, পোশাক, কারা পরিবেশের বিষয়ে আলোচনা করেন তিনি।
এসময় বাংলাদেশি বন্দিরা পরিধেয় পোশাকের জন্য হাইকমিশনারের কাছে অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের অর্থায়নে এই সহায়তা বাস্তবায়ন করা হয়েছে বলে জানায় হাইকমিশন।
পরে কারা কর্তৃপক্ষের সঙ্গে হাইকমিশনের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
]]>