মালদ্বীপে ১৮ বছরের কম বয়সিদের ধূমপান নিষিদ্ধ

২ সপ্তাহ আগে
মালদ্বীপে ২০০৭ সালের জানুয়ারির পরে জন্ম নেয়া অর্থাৎ ১৮ বছরের কম বয়সিদের জন্য ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) থেকে কার্যকর করা হয়েছে এ নিষেধাজ্ঞা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভি এ খবর জানিয়েছে।

প্রতিবেদন মতে, এর ফলে বিশ্বে প্রজন্মভিত্তিক তামাক নিষিদ্ধ একমাত্র দেশ হয়ে উঠেছে মালদ্বীপ। প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর নেয়া এই পদক্ষেপ জনস্বাস্থ্য রক্ষা এবং তামাকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘নতুন বিধানের অধীনে ১ জানুয়ারি ২০০৭ বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিরা মালদ্বীপে তামাকজাত পণ্য কেনা, ব্যবহার করা বা বিক্রি করতে পারবে না। এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাকের ক্ষেত্রে প্রযোজ্য এবং খুচরা বিক্রেতাদের বিক্রির আগে বয়স যাচাই করতে হবে।’

 

আরও পড়ুন: মসজিদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করল সৌদি সরকার

 

১৮ বছরের কম বয়সি কাউকে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫০ হাজার রুপিয়া (৩২০০ মার্কিন ডলার) জরিমানা করা হবে।

 

এই নিষেধাজ্ঞা প্রায় ১ হাজার ১৯১টি ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ ভ্রমণে আসা পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তামাকের পাশাপাশি ইলেকট্রনিক সিগারেট ও ভেপিং পণ্যের আমদানি, বিক্রয়, বিতরণ, মালিকানা এবং ব্যবহারও সব বয়সের মানুষের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন