মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১ সপ্তাহে আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দলটির মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে রাজধানী মালের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।

 

স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মো. মাসুম মুন্নার সভাপতিত্বে এবং সদস্য সচিব নুর নবী মানিক ও যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়া পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনাসহ ২৪ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা হয়।

 

আরও পড়ুন: খালেদা জিয়ার জন্মদিনে মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল

 

অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় যোগ দিয়ে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 

 

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।

]]>
সম্পূর্ণ পড়ুন