মালদ্বীপ অভিবাসন কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির নাগরিকদের অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিপুল সংখ্যক অভিবাসী কর্মী বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত ছিল।
এ অভিযানে টাস্কফোর্স মোট ৩৪৭ জন অভিবাসী কর্মীর ভিসা ও কর্মসংস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। যার মধ্যে দেশটির অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬৬ জনকে আটক করা হয়। তাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি।
প্রতিবেদনে আরও বলা হয়, এই অভিযানটি চালানো হয়েছে মূলত বৈধ ভিসা ছাড়া মালদ্বীপে বসবাসকারী অভিবাসীদের সনাক্ত করে, তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর একটি সমন্বিত প্রচেষ্টার অংশ।
আরও পড়ুন: মালদ্বীপে যাওয়ার মাত্র ৩ দিনের মাথায় নৌকা ডুবে বাংলাদেশির মৃত্যু
স্থানীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখার জন্য এ ধরনের প্রচেষ্টা অপরিহার্য বলেও উল্লেখ করা হয়।
এছাড়াও মালদ্বীপের অভিবাসন কর্মকর্তারা জানান, দেশটিতে দিন দিন ফ্রি বা উন্মুক্ত ভিসার অভিবাসী কর্মী বেড়েই চলেছে। এই অভিবাসী কর্মীরা উন্মুক্ত ভিসায় দেশটিতে গিয়ে কাজের ভিসার অপব্যবহার করেন, নিবন্ধিত কোম্পানির কর্মসংস্থানের বাইরে গিয়ে অন্য কোথাও স্বাধীনভাবে কাজ বা ব্যবসা পরিচালনা করেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছেন অনেকে।
মালদ্বীপের বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই, তাদের মেয়াদের প্রথম তিন বছরের মধ্যে অবৈধ অভিবাসন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে।
]]>
৩ দিন আগে
৭








Bengali (BD) ·
English (US) ·