শুক্রবার (২৯ আগস্ট) দেশটির বাণিজ্যিক শহর মালের লেগুনস ফুটসাল মাঠে সেমি-ফাইফাইনালে ভারতকে ২ গোলে হারায় প্রবাসী বাংলাদেশিদের দল। এবং ফাইনালে শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা উচিয়ে ধরে প্রবাসী বাংলাদেশিরা।
আরও পড়ুন: ৮৫১ কোটি টাকা খরচে সিমন্সকে দলে ভেড়াল টটেনহ্যাম
প্রবাসী বাংলাদেশি ও ভারতের রয়েল টাইগার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমপি প্রা.লি.এর ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ লতিফ। এছাড়া উপস্থিত ছিলেন আরও অনেকেই।
বিপুল উৎসাহ ও উদ্দীপনায় দিবারাত্রির এই জমকালো ফুটসাল টুর্নামেন্টে মালদ্বীপ ছাড়াও অংশ নিয়েছে ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মোট ২২টি দল। আর এই টুর্নামেন্ট ঘিরে দেশটিতে অবস্থানরত ফুটবলপ্রেমী সকল শ্রেণি পেশার প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।
আরও পড়ুন: সৌদি লিগে স্মরণীয় অভিষেক ফেলিক্সের, গোল করলেন রোনালদোও
খেলা শেষে রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের (টিএফসি) অধিনায়ক আহমেদ সোহেলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। এছাড়া রানার্স আপ দল শ্রীলঙ্কা লায়ন্সের অধিনায়ক ইজামের হাতেও পুরস্কার তুলে দেন অতিথিরা। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জিতেছেন মো. আসিফ। এ সময় শত ব্যস্ততার মাঝেও খেলা উপভোগ করতে আসা বিপুল সংখ্যক প্রবাসী দর্শক আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন বিনোদনের পাশাপাশি মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সহযোগী ভূমিকা পালন করবে বলে মত সংশ্লিষ্টদের।
]]>