সম্প্রতি মালদ্বীপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
সাক্ষাৎকালে তারা মালদ্বীপের স্বাস্থ্য খাতের সংস্কার কার্যক্রমে সহযোগিতা জোরদার করার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। বিশেষ করে, প্রবাসী সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন। পাশাপাশি মালদ্বীপে চলমান ডব্লিউএইচও-এর স্বাস্থ্য কার্যক্রম নিয়েও মতবিনিময় হয়।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী সৌদি আরব
দুই পক্ষই সংক্রামক ও অসংক্রামক রোগ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তারা ‘হেলথ ডিপ্লোমেসি ডায়ালগ’ এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ক যৌথ কর্মসূচি যেমন সেমিনার, প্রদর্শনী ও বিশেষ অনুষ্ঠান-আয়োজনের সম্ভাবনা নিয়ে একমত হন, যা বাংলাদেশ হাইকমিশন, ডব্লিউএইচও ও মালদ্বীপ সরকার যৌথভাবে বাস্তবায়ন করতে পারে।
উভয় পক্ষই স্বাস্থ্য কূটনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ হাইকমিশন ও ডব্লিউএইচও কান্ট্রি অফিসের মধ্যে নিয়মিত প্রাতিষ্ঠানিক সমন্বয় বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
]]>
৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·