মালদ্বীপে অবৈধ ব্যবসায় জড়িত দুই বাংলাদেশি গ্রেফতার

১ সপ্তাহে আগে
মালদ্বীপে নগদ অর্থসহ বিপুল পরিমাণ সিগারেট ও তামাকের প্যাকেট এবং অবৈধ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে ও দেশটির পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রশাসনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভি এই তথ্য জানিয়েছে।

 

এতে বলা হয়, মালদ্বীপে অবৈধ ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এমন অভিবাসীদের বিরুদ্ধে, দেশটির জাতীয় অভিযানের অংশ হিসেবে ৩৭ বছর বয়সি মো. শামীম মিয়া এবং ২২ বছর বয়সি আলা উদ্দিন নামের এ দুই প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

 

অভিযানে প্রশাসনকে সহায়তা করে দেশটির অভিবাসন বিভাগ ও মালদ্বীপ কাস্টমস সার্ভিসের ১৩ জন কর্মকর্তা।

 

আরও পড়ুন: মালদ্বীপে কনস্যুলার সেবা পেলেন প্রায় দু’হাজার প্রবাসী বাংলাদেশি

 

প্রতিবেদনে আরও বলা হয়, মালদ্বীপের হুলহুমালে শহরে অবৈধ অভিবাসীদের বসবাসকারী ভবনগুলোতে তল্লাশি চালানোর সময় এ দুই প্রবাসীকে অবৈধ ব্যবসায় জড়িত থাকার বিষয়েও পুলিশ নিশ্চিত হয়।

 

সান এমভি বলছে, ভবনটিতে তল্লাশি করার সময় তাদের কাছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ সিগারেটের বাক্স, তামাকের প্যাকেট এবং নগদ স্থানীয় মুদ্রা ও মার্কিন ডলার পাওয়া গেছে। এসময় তাদের দুজনকেই গ্রেফতার করে অভিবাসন বিভাগে হস্তান্তর করে মালদ্বীপ পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন