মালদ্বীপে অপার সৌন্দর্যের লীলাভূমিতে মেহজাবীন-রাজীব

৩ সপ্তাহ আগে
বছরজুড়ে ভ্রমণ মুডে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। স্বামী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ছুটি কাটাতে নীল জলরাশির দেশ মালদ্বীপে গেছেন তিনি। সেখানে গিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

বর্তমানে তারা যে সুখের জোয়ারে ভাসছেন, তার নতুন প্রমাণ মিলল সুদূর মালদ্বীপে। ব্যস্ত শিডিউল থেকে কিছুটা বিরতি নিয়ে এই জুটি এখন অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে।


সেখানে কাটানো একান্ত মুহূর্তের কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন তারা।

 

আরও পড়ুন: নীল জলরাশিতে রোমান্টিক মুহূর্ত শেয়ার করলেন মেহজাবীন


কোনো ছবিতে নীল দিগন্তের দিকে তাকিয়ে আছেন, আবার কোনোটিতে মিষ্টি হাসি ভক্তদের হৃদয়ে দোলা দিচ্ছে। তবে কেবল সমুদ্রবিলাসই নয়, মেহজাবীন-আদনান মেতেছেন সাইকেলিংয়েও।

 

আরও পড়ুন: ৬ মাসে যেভাবে ১৮ কেজি ওজন কমালেন বাঁধন


চোখে রোদ চশমা আর ক্যাজুয়াল পোশাকে সাইকেলে চড়ে রিসোর্টের চারপাশ ঘুরে দেখার মুহূর্তগুলোও ক্যামেরাবন্দী করেছেন তারা। মেহজাবীনের শেয়ার করা সেই অ্যালবামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরপরই সেটি ভাইরাল হয়ে যায়।

 

]]>
সম্পূর্ণ পড়ুন