মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানী মালের ম্যানহাটন ফিশ মার্কেটের এক অভিজাত রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভিনদেশের মাটিতে দেশীয় আমেজের এমন ইফতার অনুষ্ঠানে এদিন প্রবাসী নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঢল নামে।
সহ-সভাপতি এমরান তালুকদার ও যুগ্ম সম্পাদক রবিউল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এছাড়া ছিলেন সিরিয়র সভাপতি নেহের মিয়া রানা, মো. শাহ্ আলম, আলতাফ হোসেন, মো. ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী প্রমুখ।
আরও পড়ুন: ‘ইফতার মাহফিলে’ বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদলকর্মী গুলিবিদ্ধসহ আহত ১০
প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন তার ভার্চুয়ালি বক্তব্যে সবাইকে রমজানের শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই পবিত্র মাসে অবস্থানরত স্ব-স্ব দেশের আইন মেনে সব ভেদাভেদ ভুলে, দেশ এবং প্রবাসে জাতীয় ঐক্য গড়ে তুলে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানান তিনি।
ইফতারের আগে রোজার ফজিলত, তাৎপর্য ও শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন সংগঠনটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
ইফতার অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও।
]]>