বিশ্বের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি মালদ্বীপ। দেশটিতে লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। নানা প্রতিবন্ধকতার মধ্যেও বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তারা। মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রেকর্ড গড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
সম্প্রতি মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের এক তথ্যে বলা হয়, ২০২৪ সালে মালদ্বীপে কর্মরত বিভিন্ন দেশের অভিবাসীদের পাঠানো তহবিল ছিল ১৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার; যা ২০২৩ সালের তুলনায় ১২১ শতাংশ বেশি। এরমধ্যে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। দেশের অর্থনীতিতে এমন অবদান রাখতে পেরে আনন্দিত প্রবাসীরা।
আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে রেমিট্যান্স প্রবাহ অনেক বেড়েছে যা চলতি বছরেও ঊর্ধ্বমুখী। মালদ্বীপে নতুন কর্মীদের প্রবেশ এবং ২০২৪ সালের পর ব্যাংকিং খাতে প্রবাসীদের আস্থা ফেরার কারণে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশীয় ও স্থানীয় এক্সচেঞ্জ হাউজগুলো।
আরও পড়ুন: মালদ্বীপে অবৈধ ব্যবসায় জড়িত দুই বাংলাদেশি গ্রেফতার
আগামীতে প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে আরো উৎসাহিত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
মালদ্বীপে নানা প্রতিবন্ধকতা ও ভোগান্তির শিকার হওয়া সত্ত্বেও প্রবাসী বাংলাদেশিরা বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন এবং বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এই জন্য দেশটিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ মিশনের (শ্রম.) কাউন্সিলর মো. সোহেল পারভেজ। এছাড়াও দেশের অগ্রযাত্রায় এ ধারা অব্যাহত রাখতে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আহ্বানও জানান তিনি।
মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে স্থানীয় মুদ্রায় রেমিট্যান্স পাঠানো গেলে রেটিম্যান্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন প্রবাসীরা।
]]>