মার্চের সেরার লড়াইয়ে শ্রেয়াসের প্রতিপক্ষ দুই কিউই তারকা

২ সপ্তাহ আগে
গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন শ্রেয়াস আইয়ার। মিডল অর্ডারে অ্যাঙ্কর রোল পালন করেছিলেন তিনি। তাই তার মার্চ মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পাওয়াটা অনুমিতই ছিল। মনোনয়নের তালিকায় বাকি দুটি নাম নিউজিল্যান্ডের দুই তারকার। একজন জায়গা পেয়েছেন দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তুলে, আরেকজন পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ বোলিংয়ের জন্য।

মঙ্গলবার (৮ এপ্রিল) আইসিসি 'প্লেয়ার অব দ্য মান্থ' মার্চ মাসের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। ছেলেদের ক্রিকেটে মার্চ মাসের সেরার মনোনয়ন পেয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার এবং নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার–অলরাউন্ডার রাচিন রবীন্দ্র এবং পেসার জ্যাকব ডাফি।


এদিকে মেয়েদের মার্চ মাসের সেরার মনোনয়নপ্রাপ্তরা হলেন–যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী বোলার চেতনা প্রসাদ, অস্ট্রেলিয়ার দুই তারকা আনাবেল সাদারল্যান্ড এবং জর্জিয়া ভোল।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্যে দারুণ অবদান রেখেছেন শ্রেয়াস আইয়ার। মার্চ মাসে ৩ ম্যাচে ৫৭.৩৩ গড় ও ৭৭.৪৭ স্ট্রাইক রেটে ১৭২ রান করেছেন তিনি। ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে শ্রেয়াস গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৯ রানের ইনিংস খেলেছিলেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ৪৫ রান এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও ৪৮ রান আসে তার ব্যাট থেকে।


আরও পড়ুন: নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়লেন স্টিড


টুর্নামেন্টে তার ইনিংস গড়ার ক্ষমতা এবং পার্টনারশিপ গড়ে তোলায় রাখা অবদান ভারতের জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল।


চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো কেটেছে রাচিন রবীন্দ্রেরও। ব্যাটে-বলে দারুণ অলরাউন্ড নৈপুণ্যের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। মার্চ মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়নও পেয়েছেন এই কিউই তারকা। মার্চে ৩ ম্যাচে ৫০.৩৩ গড় ও ১০৬.৩৩ স্ট্রাইকরেটে ১৫১ রান করেছেন রবীন্দ্র। বল হাতেও ৪.৬৬ ইকোনমি রেটে ৩ উইকেট শিকার করেছেন তিনি।


টুর্নামেন্টের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৮ রানের ইনিংসে কিউইদের ফাইনালের পথ দেখান রবীন্দ্র। যা ছিল আসরে তার দ্বিতীয় সেঞ্চুরি। এই সেঞ্চুরির পথে কেন উইলিয়ামসনের সঙ্গে ১৬৪ রানের জুটি গড়েন। তাতে কিউইরা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে। এর পাশাপাশি সাশ্রয়ী বোলিংয়ে তিন ম্যাচেই উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।


 

মেয়েদের মাসসেরার মনোনয়ন পেয়েছেন চেতনা প্রসাদ (বাঁয়ে), জর্জিয়া ভোল (মাঝে) ও আনাবেল সাদারল্যান্ড। ছবি: আইসিসি


তবে মার্চ মাসের সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আবির্ভূত হয়েছিলেন জ্যাকব ডাফি। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে নিয়মিত খেলোয়াড়দের অবর্তমানে সুযোগ এসেছিল ডাফির সামনে। দুর্দান্ত পারফরম্যান্সে সুযোগ কাজে লাগিয়েছেন তিনি। বিশেষ করে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি ছিলেন অনবদ্য।


আরও পড়ুন: মাত্র ২৭ বছরেই অবসরে যেতে বাধ্য হলেন অজি ব্যাটসম্যান


নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে সিরিজ জেতানোর পথে মাত্র ৮.৩৮ গড় এবং ওভারপ্রতি ৬.১৭ রান দিয়ে ১৩ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী ছিলেন ডাফি। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচেই মাত্র ১৪ রানে ৪ উইকেট শিকার করে ক্যারিয়ারসেরা বোলিং উপহার দেন এই পেসার। মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ম্যাচে দ্বিতীয়বারের মতো ৪ উইকেট শিকার করেন (৪/২০)।


৩০ বছর বয়সী ডাফি এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন।


এরপর মার্চে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও ২টি উইকেট শিকার করেছেন। সব মিলিয়ে মার্চে মাত্র ৬ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন ডাফি। যা তাকে মাসসেরার মনোনয়ন এনে দিয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন