মার্চে সার্বিক মূল্যস্ফীতি বাড়লেও স্বস্তি ফিরেছে খাদ্যে

২ সপ্তাহ আগে
গত মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি বাড়লেও ফেব্রুয়ারি মাসের তুলনায় আরও কমেছে খাদ্য মূল্যস্ফীতি।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।


বিবিএসের সবশেষ তথ্য বলছে, মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ০.০৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ৩৫ শতাংশ হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে যেটি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।


তবে কমেছে খাদ্য মূল্যস্ফীতি। মার্চে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৩ শতাংশ। ফেব্রুয়ারি মাসে যেটি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।


আরও পড়ুন: জুনের মধ্যে মূল্যস্ফীতি সাড়ে ৮ শতাংশের নিচে নামার পূর্বাভাস
 

এদিকে ফেব্রুয়ারিত মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৮ শতাংশ থাকলেও মার্চ মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৭০ শতাংশে দাঁড়িয়েছে।


এছাড়া মার্চ মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪১ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৮১ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৭ শতাংশ।
 

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ১৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৫ শতাংশ।

]]>
সম্পূর্ণ পড়ুন