বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসে এ বৈঠক হয়। উষ্ণ অভ্যর্থনার জন্য এবং বৈঠকে অনুষ্ঠিত ফলপ্রসূ ও বিস্তৃত আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন লুৎফে সিদ্দিকী।
সম্প্রতি ভারতের জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিশ্চিত হওয়া রাষ্ট্রদূত গোর ও বিশেষ দূত সিদ্দিকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন, যার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অর্থনৈতিক ও শাসন সংস্কার এবং শ্রমবাজার উন্নয়ন অন্তর্ভুক্ত।
তারা আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক, নির্বাচন প্রক্রিয়া, বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি এবং উন্মুক্ত ও সরাসরি যোগাযোগ চ্যানেল বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
বিশেষ দূত লুৎফে সিদ্দিকি রাষ্ট্রদূত গোরের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে সদয় মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানান এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক অংশীদারিত্ব আরও গভীর করার ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি নিকট ভবিষ্যতে ঢাকা সফরের জন্য রাষ্ট্রদূত গোরকে আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: সিঙ্গাপুরে একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন লুৎফে সিদ্দিকী
এ বৈঠকটি নিউইয়র্কে গত সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে রাষ্ট্রদূত গোর ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের মধ্যে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতা হিসেবে অনুষ্ঠিত হয়।
]]>
১ সপ্তাহে আগে
৪







Bengali (BD) ·
English (US) ·