মার্কিন নারীকে শ্লীলতাহানির দায়ে বাংলাদেশি শিক্ষার্থীকে জরিমানা

১ দিন আগে
মালয়েশিয়ায় এক মার্কিন নারীকে শ্লীলতাহানির দায়ে এক বাংলাদেশি শিক্ষার্থীকে পাঁচ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে। অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার (৯ মে) আসামি মো. মশিউর রাহমানকে (২৮) শ্লীলতাহানির অভিযোগ স্বীকার করার পর তাকে এই দণ্ড দেয় আদালত।

 

আদালত সূত্রে জানা যায়, পেশায় একজন প্যাথলজিস্ট ওই মার্কিন নারীর অভিযোগ, চলতি বছরের ৯ জানুয়ারী লাইট ট্রানজিট (এলআরটি) ট্রেনের বগিতে তাকে শ্লীলতাহানি করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মশিউর রাহমান (২৮)।  

 

এই অভিযোগে মশিউরকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে কুয়ালালামপুর কোর্ট কমপ্লেক্সে হাজির করা হয়। শুনানির পর রাষ্ট্রীয় আইনজীবী আসামির দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান।

 

আরও পড়ুন: মালয়েশিয়া / ক্রীতদাসের মতো খাটানো হচ্ছিল ৫৫ জন বিদেশি কর্মীকে

 

অন্যদিকে আইনজীবীবিহীন আসামি মশিউর দোষ স্বীকার করে আদালতকে জানান, এজন্য তিনি অনুতপ্ত। সেই সঙ্গে আদালতের কাছে তার শাস্তি কমানোর অনুরোধ জানান এবং ভবিষ্যতে একই ধরনের কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেন।

 

আসামির আবেদনের প্রেক্ষিতে পাঁচ হাজার রিঙ্গিত জরিমানার আদেশ দেন ম্যাজিস্ট্রেট এস. মাগেশ্বরী। অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন