সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন খামেনি। খবর বিবিবি’র।
তিনি বলেন, ‘ইরান কারও আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না এবং এটাই ইরানি জাতির যুক্তি।’
এদিকে কাতারে আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘দুর্বল’ বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ওয়াশিংটন এর কোনো জবাব দেবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরও পড়ুন: হামলার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প!
সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে কোনো আমেরিকানের ক্ষতি হয়নি। অন্যান্য ক্ষয়ক্ষতিও খুব কমই হয়েছে। আশা করা যায়, আর কোনো ঘৃণা থাকবে না।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই আমাদের আগে থেকেই জানানোর জন্য (হামলার বিষয়ে), যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা, ইরানকে নিয়ে যা বললো সৌদি
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ইসরাইলকেও একই কাজ (শান্তি প্রতিষ্ঠা) করতে উৎসাহিত করব।’
সূত্র: বিবিসি, আল জাজিরা
]]>