মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

২ সপ্তাহ আগে
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।

ইরান-ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি, দাবি ট্রাম্পের

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরাইল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সোমবার দিবাগত রাতে (২৪ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

 

খুলে গেল মধ্যপ্রাচ্যের আকাশসীমা

 

কাতার, বাহরাইন এবং কুয়েত তাদের আকাশসীমা সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ রাখার পর আনুষ্ঠানিকভাবে পুনরায় খুলে দিয়েছে।

 

কড়া বার্তা খামেনির

 

ইরান কারও ক্ষতি করেনি এবং ‘কোনো পরিস্থিতিতেই কারও আগ্রাসন’ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
 

হামলার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প!

 

কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেেশে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে হামলার ঘটনায় কোনো প্রতিশোধ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করে বলেন, ‌সম্ভবত ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে এবং আমি ইসরাইলকেও একই কাজ করতে উৎসাহিত করবো।

 

কাতারে হামলায় যে প্রতিক্রিয়ায় জানাল সৌদি

 

সৌদি কর্তৃপক্ষ বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও সুসম্পর্কের নীতিমালার সরাসরি লঙ্ঘন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কাতারের পাশে আছে এবং কাতারের নেয়া সব পদক্ষেপে পূর্ণ সমর্থন ও সহায়তা দেবে। 

 

‘সিচুয়েশন রুমে’ যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা

 

কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বর্তমানে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অবস্থান করছেন বলে জানা গেছে।

 

কাতারের আকাশে মিসাইল

 

No description available.কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার সময় দেশটির আকাশে ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

 

মিশর ও কুয়েত এয়ারলাইন্সের বিমান চলাচল বন্ধ

 

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ওই অঞ্চলের বেশ কিছু দেশের বিমান সংস্থাগুলো সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

 

হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি: পেন্টাগন


বিবিসি জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগন নিশ্চিত করেছে, আল উদেইদ ঘাঁটিতে ইরান থেকে ছোড়া স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে।

 

একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত এই হামলায় কোনো মার্কিন হতাহতের খবর পাওয়া যায়নি।


তিনি আরও জানান, প্রতিরক্ষা কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

 

 

আক্রমণ ‘ভ্রাতৃপ্রতিম’ কাতারের বিরুদ্ধে ছিল না: ইরান

 

আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে ছিল বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এক বিবৃতিতে বলেছে, ‘এই পদক্ষেপ (মার্কিন ঘাঁটিতে হামলা) বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর জনগণের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি।’ বিস্তারিত পড়ুন এখানে...

 

কুয়েত আকাশসীমা বন্ধ করে দিয়েছে


যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে কুয়েত তাদের আকাশসীমা সাময়কিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে।

 

মার্কিন বিমান ঘাঁটিতে হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে কাতার


উদেইদ বিমান ঘাঁটিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপাত্র মাজেদ আল আনসারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ লিখেছেন, ‌‌‘আমরা এটিকে (ইরানের হামলাকে) কাতারের সার্বভৌমত্ব, এর আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করি।’


তিনি দাবি করেন, কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকিয়েছে। ইরানি হামলার লক্ষ্যবস্তু মার্কিন ঘাঁটিটি আগেই খালি করা হয়েছে বলেও জানান তিনি।


ঘাঁটিতে থাকা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছিল জানিয়েছে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করছি, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেন।’

 

‘এই নির্লজ্জ আগ্রাসনের প্রকৃতি এবং মাত্রার সঙ্গে সমানভাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার কাতারের রয়েছে।’ বলেন মাজেদ আল আনসারী।

 

আরও পড়ুন: মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার পর কী বললো কাতার

 

কাতারের দোহায় বিস্ফোরণের শব্দ


বিবিসি জানিয়েছে, কাতারের স্থানীয় সময় সোমবার (২৩ জুন) সন্ধ্যায় দোহাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


এএফপির বরাত দিয়ে বিবিসি আরও জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটে।


দোহার মধ্যাঞ্চল এবং উত্তরে লুসাইলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইসাথে আকাশে প্রজেক্টাইল উড়তে দেখা গেছে।


এক্সিওস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক জানিয়েছে, কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছয়টি মিসাইল ছুড়েছে ইরান।

 

মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান

 

তাসনিম জানাচ্ছে, ‘বিশারাত ফাতেহ’ এবং ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামে এসব হামলা চালানো হয়েছে।
 

এ হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
 

আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানাচ্ছে, ‘এই প্রথমবার’ ক্ষেপণাস্ত্রটি কোনো হামলায় ব্যবহার করা হলো।
 

সেই সাথে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন