শুক্রবার (২১ নভেম্বর) মার্কিন স্কুল ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করা এক মামলায় এই অভিযোগ করে সংস্থাটি। এসময়, মেটা নিজেদের ব্যবহারকারীদের ওপর করা জরিপ ও গবেষণার প্রাপ্ত ফলাফলকে নিজেদের প্রতিষ্ঠানের ব্যবসার ওপর হুমকি হিসেবে দেখছেন বলে জানায় সংস্থাটি।
মটলি রাইস জানায়, ২০২০ সালে মেটা ‘প্রজেক্ট মার্কারি’ নামে একটি গবেষণা প্রকল্প চালু করে। এই প্রকল্পে মেটার বিজ্ঞানীরা নিলসন নামের একটি জরিপ সংস্থার সাথে মেটার বিভিন্ন নথি ও ব্রাউজিং ডকুমেন্ট নিয়ে গবেষণা করে। গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মধ্যে যারা এক সপ্তাহ ধরে তাদের অ্যাকাউন্ট ‘ডিএকটিভ’ বা নিষ্ক্রিয় করে রাখেন তাদের হতাশা, উদ্বেগ, একাকীত্ব আগের চেয়ে কমে যায়।
আরও পড়ুন: অফিসে অশ্লীল ভিডিও দেখায় ব্যস্ত সরকারি কর্মী, ধরা পড়ে বরখাস্ত
অভিযোগে সংস্থাটি আরও জানায়, এই গবেষণার ফলাফল পাওয়ার পর মেটা এই সংক্রান্ত আর কোনো কাজ অগ্রসর হতে দেয়নি। এমনকি তারা নিজেদের কোম্পানিতে এই গবেষণার ফলাফলকে ‘মিডিয়া ন্যারেটিভ’ দ্বারা প্রভাবিত বলে ধামাচাপা দিতে চেয়েছে। কিন্তু মেটার তৎকালীন গ্লোবাল পাবলিক পলিসির প্রধান নিক ক্লেগে’কে এই গবেষণার ফলাফলকে সঠিক ও বৈধ বলে আশ্বস্ত করেছিলেন মেটার কর্মীরা।
গবেষণা প্রতিষ্ঠান নিলসেন এর দুইজন কর্মীর বক্তব্য অনুযায়ী, ওই গবেষণায় সোশাল মিডিয়ার বিরূপ প্রভাব নিয়ে নানা তথ্য পাওয়া গিয়েছিল যার দ্বারা ব্যবহারকারীদের ওপর ফেসবুক, ইনস্টাগ্রামের স্পষ্ট ক্ষতিকর প্রভাবের প্রমাণ পাওয়া যায়। কিন্তু মেটা এসব তথ্য উন্মুক্ত না করে নিজেদের কাছে লুকিয়ে রেখেছে।
আরও পড়ুন: এবার লন্ডনে চালকবিহীন ট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা ওয়েমোর
তথ্য লুকানোর পাশাপাশি আদালতে মেটা, টিকটক ও গুগলের বিরুদ্ধে ১৩ বছরের কম বয়সি শিশুদের নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহারে নীরবে উৎসাহিত করা, শিশু যৌন নির্যাতনের বিষয়বস্তু মোকাবেলা করতে ব্যর্থ হওয়া এবং স্কুলে চলাকালীন কিশোর-কিশোরীদের দ্বারা সোশ্যাল মিডিয়া পণ্যের ব্যবহার প্রসারিত করার চেষ্টা করার অভিযোগ করেছে আইন সংস্থা মটলি রাইস।
অপরদিকে শনিবার এক বিবৃতিতে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন সকল অভিযোগকে মিথ্যা দাবি করে জানান, পদ্ধতি ত্রুটির কারণে গবেষণাটি বন্ধ করেছিল মেটা। মেটা তার পণ্যগুলির সুরক্ষা উন্নত করার জন্য অধ্যবসায়ের সাথে কাজ করেছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৬ জানুয়ারী উত্তর ক্যালিফোর্নিয়ার জেলা আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
সূত্র: রয়টার্স
]]>
১৮ ঘন্টা আগে
২






Bengali (BD) ·
English (US) ·